ঢাকা শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫

হেলমেট পরে ‘শেখ হাসিনাতেই আস্থা’ গ্রাফিতি অঙ্কন, ভিডিও ভাইরাল

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৩:৫২ পিএম

হেলমেট পরে ‘শেখ হাসিনাতেই আস্থা’ গ্রাফিতি অঙ্কন, ভিডিও ভাইরাল

ছবি: রূপালী বাংলাদেশ

মাদারীপুরে হেলমেট পরে শেখ হাসিনার গ্রাফিতি অঙ্কনের ভিডিও ভাইরাল। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ফেসবুকে এ-সংক্রান্ত ভিডিও দেখা গেছে। পাশাপাশি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর, পাচখোলা ও ধুরাইল ইউনিয়নের বিভিন্ন দেওয়ালেও এই লেখা দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ১ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও মাদারীপুর ছাত্রলীগের বিভিন্ন নেতা-কর্মীদের শেয়ার করতে দেয়া যায়। ওই ভিডিওতে দেখা যায়, হেলমেট পরিহিত একজন স্প্রে দিয়ে দেওয়ালে লাল ও সবুজ রঙের গ্রাফিতি করছেন। সেখানে শেখ হাসিনার ছবিও আছে। লেখা আছে ‘শেখ হাসিনাতেই আস্থা’। নিচে লেখা আছে ‘মাদারীপুর জেলা ছাত্রলীগ’। বেশ কিছু দেওয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা আছে।

সম্প্রতি ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলে মাদারীপুর থেকে অনেক ছাত্রলীগের নেতা-কর্মীরা গা ঢাকা দেন। কিন্তু গত কয়েক দিন ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে করা ছাত্রলীগের এই গ্রাফিতি ফেসবুকে ভাইরাল হয়।

এ বিষয়ে মাদারীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আ. রহিম বলেন, ‘কয়েক দিন ধরেই বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা প্রশাসনকে জানিয়েছি। কিন্তু তাদের কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়েনি।’

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। কারা এই কাজগুলো করছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। খুব দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আরবি/জেডআর

Link copied!