চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে ৭ জনকে জেল প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (৩১ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন।
অভিযানে রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৭ জনকে বিভিন্ন মেয়াদে জেল প্রদান করা হয়। ১ জনকে দুই মাসের জেল, ৪ জনকে পনের দিন করে জেল এবং ২ জনকে ২ দিন করে জেল প্রদান করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন।
আপনার মতামত লিখুন :