ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে মাদক ও অবৈধভাবে সীমান্ত পারাপারকারী ১২ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন (বিজিবি)।শনিবার রাতে উপজেলার পলিয়ানপুর, কুসুমপুর ও লড়ায় ঘাট এবং জীবন নগর উপজেলার উথলী বিজিবির টহলদল এসব সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ, ফেনসিডিল ও ১২ জন বাংলাদেশি নাগরিককে আটক করে।
শনিবার দুপুরে মহেশপুর-৫৮ বিজিবির মিডিয়া সেলের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর-৫৮ বিজিবির অধিনস্ত মহেশপুর উপজেলার পলিয়ানপুর বিওপি রায়পুর গ্রামের মেহগনী বাগানের মধ্যে হতে ৫৭, কুসুমপুর বিওপি পিপুলবাড়িয়া গ্রামের রফিকুল ইসলাম এর আম বাগানের মধ্যে হতে ২৮ বোতল ভারতীয় মদ ওন জীবন নগর উপজেলার উথলী বিওপি উথলী মোল্লাপাড়া কলা বাগানের মধ্যে হতে ৪৮ বোতল ভারতীয় মদ এবং ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আরও জানা যায়, পলিয়ানপুর, বেনীপুর, শ্রীনাথপুর এবং বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা হতে নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে ১২ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক করা হয়। জব্দ মাদক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে থানায় সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :