সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ফুলজোর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার ঝাঁটিবেলাই এলাকায় এই ঘটনা ঘটে।
নিখোঁজ শিক্ষার্থীরা হলেন-সিরাজগঞ্জ শহরের বাসিন্দা কৃষ্ণ (১৫) এবং সারজিল (১৫)। তাদের সঙ্গে নিখোঁজ হওয়া ঝাঁটিবেলাই গ্রামের আব্দুর রহিমের ছেলে রাফি (১৫) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সবাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক রঞ্জুর নাতি জারিফের পাঁচ বন্ধু তার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে ছয়জন একসঙ্গে ফুলজোর নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তিনজন পানির স্রোতে তলিয়ে যায়, তবে বাকি তিনজন সাঁতরে তীরে উঠে আসতে সক্ষম হয়।
কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইনস্পেক্টর অপু কুমার মণ্ডল জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে নদীর গভীরতা ২০-২৫ ফুট হওয়ায় নিখোঁজদের খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, রাজশাহী থেকে বিশেষ ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর আরও ব্যাপক পরিসরে অনুসন্ধান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :