ঢাকা শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫

তারেক রহমানকে ধন্যবাদ দিলেন আজহারি

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৭:৪৬ পিএম

তারেক রহমানকে ধন্যবাদ দিলেন আজহারি

তারেক রহমান ও মিজানুর রহমান আজহারি

তাফসির মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ইসলামি স্কলার মিজানুর রহমান আজহারি। বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই, উনি সংবাদ শোনামাত্রই ওনার দলের অনেক চাঁদাবাজকে বহিষ্কার করেছেন। যেকোনো দলে এই প্র্যাকটিস থাকা দরকার।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে চট্টগ্রামের প্যারেড ময়দানে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে তিনি এ ধন্যবাদ জানান। এ ইসলামি স্কলার বলেন, আমরা চাঁদাবাজমুক্ত, জুলুমমুক্ত, ফ্যাসিজমমুক্ত, গুম-খুন মুক্ত বাংলাদেশ চাই। আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই।

‘আমাদের নীরবতা ও নিশ্চুপ থাকাই জালিমদের আরও শক্তিশালী জালিম বানিয়েছে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, অপরাধ, দখলদারিত্ব, মজুতদারি এ সবকিছু একসঙ্গে প্রতিরোধ করতে হবে।মানবিক সমাজ যদি চাই, তাহলে অবশ্যই প্রতিরোধ করতে হবে’, বলেন মিজানুর রহমান আজহারি।

তিনি আরও বলেন, উন্নয়নের নামে পৌনে ৩ লাখ কোটি টাকা নেই, চুরি করেছে। ইসলামি শরীয়াহ মোতাবেক চুরির শাস্তি হচ্ছে প্রকাশ্যে হাত কেটে দেওয়া। তাদের হাত কেটে দেওয়া উচিত। এ ইসলামী বক্তা বলেন, আমরা বাংলাদেশে অন্যায় দেখতে চাই না। প্রতিহিংসার রাজনীতি চাই না। একদল আরেকদলকে নিশ্চিহ্ন করার রাজনীতি করুক, আমরা আর দেখতে চাই না। আমরা সুশাসনের বাংলাদেশ চাই এবং মানবিক বাংলাদেশ চাই।

রূপালী বাংলাদেশ

Link copied!