ঢাকা শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫

চট্টগ্রামে প্রিমিয়ার ব্যাংকের বিজনেস রিভিউ ও রিকভারি মিটিং অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৮:৫৪ পিএম

চট্টগ্রামে প্রিমিয়ার ব্যাংকের বিজনেস রিভিউ ও রিকভারি মিটিং অনুষ্ঠিত

ছবি: রূপালী বাংলাদেশ

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি চট্টগ্রাম জোনের বিজনেস রিভিউ ও রিকভারি মিটিং শনিবার (০১ ফ্রেব্রুয়ারি) নগরীর দি পেনিনসুলা হোটেলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী ও শামসুদ্দিন চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ। এ সময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের হেড অব ব্র‍্যান্ড মার্কেটিং মো. তারেক উদ্দিন।

অনুষ্ঠানে চট্টগ্রাম জোনের সকল শাখা ব্যবস্থাপক, অপারেশন ম্যানেজার, ক্রেডিট ইনচার্জ ও ফরেন এক্সচেঞ্জ ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর বলেন-ব্যাংকের সর্বস্তরের কর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। তিনি বিগত বছরের সাফল্যের জন্য সবাইকে সাধুবাদ জানান এবং চলতি বছরের লক্ষ্য অর্জনে ভূমিকা রাখার আহবান জানান।
 

আরবি/জেডআর

Link copied!