ঢাকা শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৯:৩২ পিএম

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ছবি: রূপালী বাংলাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী সোহেল মিয়া (৩৬) নামে যুবক নিহত হয়েছেন। শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে উপজেলা সদরের সুচনা সিনেমা হল চত্ত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল লালমনিরহাট শহরের বত্রিশ হাজারী কলেজ পাড়া এলাকার সমশের আলীর ছেলে। তিনি পোলার আইসক্রিম কোম্পানীতে কর্মকর্তা ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, হাতীবান্ধা উপজেলা শহর থেকে মোটর সাইকেল যোগে পোলারের পন্য নিয়ে বড়খাতার দিকে যাচ্ছিলেন।শহর পার হয়ে সুচনা হল চত্ত্বরে পৌছালে বুড়িমারী থেকে আসা পন্যবোঝাই একটি ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সোহেলের মৃত্যু হয়। খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ সাঈদ মোহাম্মদ ইমরান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরবি/জেডআর

Link copied!