সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিভিন্ন স্থানে পুকুর খনন ও পানি প্রবাহের বাধা হওয়ায় ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী ভেকু মেশিন পুড়িয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে তাড়াশ উপজেলার সদর ইউনিয়নের মাধবপুর গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাধবপুর গ্রামের জি কে এস জুনিয়র বালিকা বিদ্যালয় এর পূর্ব পাশে আব্দুল মতিন, বকুল হোসেন, গোলাপ হোসেন, মাসুদ রানা, মালেক মেম্বার ও মোশারফ হোসেনের নেতৃত্বে ঐ পুকুর খননের কাজ চলছিল। এলাকাবাসীর দাবি ঐ স্থানে পুকুর খনন করা হলে মাধবপুর, চকগোপিনাথপুর, মথুরাপুর, সোলাপাড়া শ্রীকৃষ্ণপুর ও বোয়ালিয়া গ্রামের মাঠের পানি চলাচলের পথ বন্ধ হয়ে যাবে। এই অভিযোগে তারা ওই স্থানে পুকুর খননের বাধা সৃষ্টি করেও কোন প্রতিকার না পেয়ে একপর্যায়ে শুক্রবার গভীর রাতে উত্তেজিত এলাকাবাসী পুকুর খননরত এক্সরেভেটর মেশিনে আগুন ধরিয়ে দেয়। এতে মেশিনটি পুড়ে যায়।
এ ব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
আপনার মতামত লিখুন :