চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে আটক করা হয়েছে। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারি এবং সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি উপস্থিত ছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সেখানে পৌঁছায় এবং ফখরুল আনোয়ারকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
শিক্ষার্থীদের অভিযোগ, তারা কনভেনশনে প্রবেশের সময় প্রথমে দারোয়ানের বাধার মুখে পড়েন, পরে ভেতরে প্রবেশ করে ফখরুলকে আটক করার সময় অতিথিরা তাদের ওপর চড়াও হন।
এ ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা তৈরি হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :