ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫

সিগারেট খাওয়া নিয়ে কোন্দলে যুবক নিহত, আহত ১

তাপস মাহমুদ, বরগুনা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০২:২০ পিএম

সিগারেট খাওয়া নিয়ে কোন্দলে যুবক নিহত, আহত ১

নিহত মোটরসাইকেল চালক আরাফাত। ছবি: রূপালী বাংলাদেশ

বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের কচুপাত্রা ব্রীজের পশ্চিম পাশে সিগারেট খাওয়া নিয়ে কোন্দলে যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় অপর একজন আহত হয়েছে। তালতলী থানার অফিসার ইনচার্জ এ ঘটনার সত্যতা স্বীকার করেছে। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে।

গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাত নয়টার সময় হত্যাকান্ডটি সংঘটিত হয়। নিহত মোটরসাইকেল চালকের নাম আরাফাত (২২)। দক্ষিণ বাদুরগাছিয়া গ্রামের  জলিল খানের ছেলে। সে ভাড়ায় মোটরসাইকেল চালাতো। আহত ব্যক্তির নাম হাবিবুল্লাহ। সে একই এলাকার ইলিয়াস হাওলাদারের ছেলে। হাবিবুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তালতলী থানা পুলিশ আটক সাগরের তথ্য মতে জানান কচুপাত্রা বাজারে একটি চায়ের দোকানে গত শুক্রবার সন্ধ্যায় সিগারেট খাওয়া কেন্দ্র করে পঁচাকোরালিয়া ইউনিয়ন ছাত্রদল সদস্য সচিব আরাফাতের সঙ্গে নিহত চালক আরাফাতে এক অনুসারীর হাবিবুল্লাহর সঙ্গে বাকবিতন্ডা হয় এবং তাকে লাঞ্ছিত করা হয়। এই ঘটনার রেশ ধরে নিহত আরাফাত গিয়ে কচুপাত্রা বাজারে হাবিবুল্লাহকে লাঞ্ছিতকারীদের মারধর করে ছাত্রদল নেতা আরাফাতের ওপর চড়াও হয়। এ সময় আরাফাতের বাবা শহিদ শিকদার বাধা প্রদান করলে তাকেও আঘাত করা হয়। বাবার আঘাতের পর আরাফাত তার ভাই সোহেল শিকদারকে খবর দিলে সে এসে রামদা দিয়ে কুপিয়ে আহত করে মোটরসাইকেল চালক আরাফাত ও হাবিবুল্লাহকে। পরে তাদেরকে উদ্ধার পাশ্ববর্তী উপজেলা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার মৃত্যু হয়। আহত হাবিবুল্লাহকে বরিশালে প্রেরণ করা হয়।

এঘটনায় নিহত আরাফাতের বাবা জলিল খানের অভিযোগ মাদক কেনা বেচায় বাধা প্রদান করায় তার ছেলকে কুপিয়ে হত্যা করেছে শহীদ শিকদার ও তার ছেলেরা।

অপরদিকে হত্যাকান্ড সংঘটিত হওয়ার পর থেকেই শহীদ শিকদারসহ অন্যরা পলাতক রয়েছে।

এ বিষয়ে রাতে তালতলী থানার অফিসার মোঃ শাহজালাল বলেন, ঘটনার সংবাদ পেয়ে আমি সহ পুলিশ ঘটনাস্হলে উপস্থিত হই। লাশ সুরতহাল শেষে বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িততের ধরতে পুলিশি অভিযান চালিয়ে সাগর নামে একজনকে আটক করা হয়েছে। 

আরবি/জেডআর

Link copied!