ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫

ময়মনসিংহে ছাত্র আন্দোলনের কমিটি থেকে ছাত্রদলের ৬ কর্মীর পদত্যাগ

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৩:২৪ পিএম

ময়মনসিংহে ছাত্র আন্দোলনের কমিটি থেকে ছাত্রদলের ৬ কর্মীর পদত্যাগ

ছবি: রূপালী বাংলাদেশ

ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটি থেকে ছাত্রদলের ৬ কর্মী পদত্যাগ করেছেন। নবগঠিত এই কমিটির সঙ্গে তাদের কোন সম্পৃক্ততা নেই বলেও পদত্যাগপত্রে দাবি করা হয়। শনিবার (১ ফেব্রুয়ারি) লিখিত পদত্যাগপত্রে স্বাক্ষর করে ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটি থেকে সরে যান এই ৬ ছাত্রদল কর্মী। পত্যাগকারি ছাত্রদল কর্মীরা হলেন- আনন্দ মোহন কলেজ শাখার ছাত্রদলের সক্রিয় কর্মী কাওসার হাসান মিয়াদ ও তানজিলা ইমি, নেত্রকোনা সরকারী কলেজের শিক্ষার্থী আহসান উল্লাহ হুদয়, কে.বি কলেজের শিক্ষার্থী রিসাদুল আলম প্রিন্স, মুসলিম গার্লস কলেজের শিক্ষার্থী সাদিয়া জামান মিম এবং জেলার ফুলবাড়ীয়া কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান চঞ্চল। তারা সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটিতে পদধারি ছিল।

ছাত্রদল কর্মী কাওসার হাসান মিয়াদ সাংবাদিকদের বলেন, আমরা সবাই ছাত্রদল কর্মী। বিগত ৬ জুলাই থেকে ছাত্র-জনতার আন্দোলনে ময়মনসিংহ মহানগর ও উত্তর ও দক্ষিণ জেলা শাখার ছাত্রদল নেতৃবৃন্দের নির্দেশে জাতীয়তাবাদী চেতনা থেকে আমরা সামনের সারিতে থেকে আন্দোলন করেছি। এরই মাঝে গত ২৬ জানুয়ারি প্রকাশিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটিতে আমাদের না জানিয়ে পদায়ণ করা হয়েছে। কিন্তু আমরা সবাই শহীদ জিয়ার আদর্শের কর্মী। তাই আমরা স্বজ্ঞানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটি থেকে পদত্যাগ করছি। এই কমিটির সঙ্গে আমাদের কোন সম্পৃক্ততা নেই।

পদত্যাগের সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক তানভীর আহমেদ রবিন বলেন, দলীয় নির্দেশে জাতীয়তাবাদী চেতনায় ছাত্র-জনতার আন্দোলনে আমাদের নেতাকর্মীরা সক্রিয় ছিল। কিন্তু না জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটিতে আমাদের কর্মীদের পদায়ণ করায় তারা পদত্যাগ করেছে।

আরবি/জেডআর

Link copied!