লিফলেট বিতরণকালে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোহাম্মদ শামীম আহমেদকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা। শনিবার রাত ১০টায় হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকায় এ ঘটনা ঘটে।
আটক শামীম আহমেদ বর্তমানে হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকার বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেকের ছেলে ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
জানা যায়, শনিবার দিবাগত রাতে লিফলেট বিতরণ করছিলেন শামীম। এ সময় বিএনপি নেতা লুৎফুর রহমান, যুবদল নেতা হেলালুর রহমান তুর্কি, ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রাসেল, রিয়াজ, মাহফুজসহ বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রজনতা তাকে আটক করে। এ সময় শামীম উচ্চস্বরে বলেন, আওয়ামী লীগ করি, কি হয়েছে? আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল নয়। লিফলেট বিতরণ করবোই। এতে বিক্ষুব্ধ হয়ে ছাত্রজনতা তাকে মারধর করে সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়। এর আগে আওয়ামী লীগ সরকারের সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের এপিপি ছিলেন শামীম।
এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ওসি আলমগীর কবির জানান, অতিরিক্ত পুলিশ সুপারসহ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে আওয়ামী লীগের বেশকিছু লিফলেট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :