মেয়ের বিবাহের কথা স্বীকার দোয়া চেয়ে দুঃখ প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমের শশুর ডেপুটি এটর্নি জেনারেল আ্যডভোকেট লুৎফর রহমান। একই সঙ্গে ঘোষণা করলেন তাদের বিবাহোত্তর সংবর্ধনার কথা।
রোববার (২ ফেব্রুয়ারি) সারজিস আলমের শশুর লুৎফর রহমান সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তার ওয়ালে এক পোস্টে মেয়ে রাইতা ও মেয়ের জমাইয়ের জন্য দোয়া চেয়ে এবং ঘনিষ্ঠজনদের কাছে দুঃখ প্রকাশ করেন।
পোস্টে সমন্বয়ক সারজিস আলমের শ্বশুর লুৎফর রহমান লিখেছেন, আলহামদুলিল্লাহ। আমার মেয়ে রাইতার শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। উভয়পক্ষের পরিবারবর্গের উপস্থিতিতে সীমিত পরিসরে গাজীপুরের ভাওয়াল বনভূমির গহীনে রাজেন্দ্র ইকো রিসোর্টে গত শুক্রবার (৩১ জানুয়ারি) আছর নামাজ শেষে মসজিদে বিবাহের ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
আমার পারিবারিক, পেশাগত রাজনৈতিক, একাডেমিক এবং সামাজিক বলয়ে অনেক ঘনিষ্ঠজন, শুভাকাঙ্ক্ষী রয়েছেন। দুখ:জনক হলেও সত্যি, বিশেষ কিছু সীমাবদ্ধতা এবং নীতিগত কড়াকড়ির কারণে তাদেরকে নিমন্ত্রণ করা এমনকি অধিকাংশ মানুষকে জানানোও সম্ভব হয়নি।
আমি এজন্য গভীর দু:খ এবং অনুতাপ প্রকাশ করছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আপনাদের সবাইকে বিশেষ অনুরোধ করছি। কথা দিচ্ছি, আসন্ন রমজানের পরে যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে বড় পরিসরে আনুষ্ঠানিক বিবাহোত্তর জমকালো প্রীতিভোজ অনুষ্ঠান আয়োজনে সবাইকে নিমন্ত্রণ করা হবে।
নব দম্পতির শুভকামনায় আপনাদের নিকট দোয়া প্রার্থনা করছি।
আপনার মতামত লিখুন :