কুমিল্লা দক্ষিণ জেলা শাখার বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক এবং আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্যসচিব করা হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে যারা আছেন-আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, যুগ্ম আহ্বায়ক, সৈয়দ জাহাঙ্গীর আলম, আমিরুজ্জামান আমির, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও সদস্য হাজি আমিনুর রশিদ ইয়াসিন।
এদিকে কমিটি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনা শুরু হয়েছে। দলের দুঃসময়ে কুমিল্লায় নির্যাতিত ও মাঠের সক্রিয় ভূমিকা রাখা সদ্য সাবেক আহবায়ক আমিন উর রশীদ ইয়াছিনকে অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ করেন তার কর্মী সমর্থকেরা।
আপনার মতামত লিখুন :