ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫

প্রাক্তন প্রধান শিক্ষিকা অপরাজিতা দত্তের পরলোকগমন

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৭:২৭ পিএম

প্রাক্তন প্রধান শিক্ষিকা অপরাজিতা দত্তের পরলোকগমন

শ্রীমতি অপরাজিতা দত্ত। ছবি: রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার উচালিয়াপাড়ার বাসিন্দা শ্রীমতি অপরাজিতা দত্ত (৭২) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত ৩১ জানুয়ারি পরলোকগমন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্রনিক লিভার ডিজিজ (CLD) সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

শ্রীমতি অপরাজিতা দত্ত ব্রাহ্মণবাড়িয়ার অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক স্বর্গীয় সুসেনজিৎ দত্তের স্ত্রী ও সরাইলের প্রখ্যাত চিকিৎসক স্বর্গীয় হিমাংশুমোহন দত্তের (আলো ডাক্তার) পুত্রবধূ ছিলেন।

মৃত্যুকালে তিনি দুই পুত্র, পুত্রবধূ, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার শেষকৃত্য স্থানীয় বড্ডাপাড়া মহাশ্মশানে সম্পন্ন হয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি সরাইলের নিজ বাড়িতে তার শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাঁর আত্মার শান্তির জন্য সবার আশীর্বাদ কামনা করা হয়েছে।

আরবি/জেডআর

Link copied!