ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

নবীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই চাচাতো ভাই নিহত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৮:৫০ পিএম

নবীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই চাচাতো ভাই নিহত

ছবি: রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই চাচাতো ভাই নিহত হয়েছে। রোববার সকাল ৯টার দিকে নবীনগর পৌরসভার আলিয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হান্নান মটরস ওয়ার্কসপের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আলিয়াবাদ গ্রামের রফিক মিয়ার ছেলে শিহাব (২৫), ও মৃত ফরিদ মিয়ার ছেলে বোরহান (৩৫)। সম্পর্কে তারা চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিহাব ও বোরহান মোটরসাইকেল চালিয়ে ভোলাচং যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ও বৈদ্যুতিক খুঁটিতে তাদের মোটরসাইকেল ধাক্কা লাগে। এসময় দুইজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ইলিয়াস মাহমুদ শিহাবকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বোরহানকে প্রাথমিক চিকিৎসার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে রেফার করেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বোরহান বিকেলে মারা যায়। 

শিহাব নবীনগর সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। শিহাব নবীনগর চেচ্ছা সেবী ব্লাড ফাউন্ডেশন এবং নবীনগর নামা হেল্পলাইনের সক্রিয় সদস্য ছিলেন। বোরহান পেশায় কৃষক ছিলেন। নিহত কৃষক বোরহান পারিবারিক জীবনে দুই সন্তানের জনক ছিলেন। দুই চাচাতো ভাইয়ের মৃত্যুর খবরে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।  

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছ ও বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে শিহাব নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যায় বোরহান। এই বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি।

আরবি/জেডআর

Link copied!