ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫

কমলগঞ্জে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৮:৫৫ পিএম

কমলগঞ্জে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা

ছবি: রূপালী বাংলাদেশ

বিদ্যার দেবী সরস্বতী। সনাতনী ধর্মমতে, মাঘ মাসের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর আরাধনা করা হয়। সে মতে দু-একদিন পর শুরু হবে হিন্দু ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। তাই বিদ্যার দেবীকে রং-তুলিতে সুন্দর রূপ দিতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার প্রতিমা শিল্পীরা।

সরেজমিন কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সরস্বতী পূজা উপলক্ষে শেষ মুহূর্তে প্রতিমা তৈরিতে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। প্রতিমা তৈরির মাটির কাজ শেষে বিভিন্ন রং ও  প্রতিমায় পোশাক-অলংকার পরিয়ে দৃষ্টিনন্দনের কাজ চলছে। পূজা উপলক্ষে হিন্দু ধর্মবালম্বীদের বাড়িতে বাড়িতে নির্মাণ করা হয়েছে অস্থায়ী মন্দির। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে পূজা উদযাপনের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে চলছে বিপুল উৎসাহ ও উদ্দীপনা।

উপজেলার মাধবপুর ইউনিয়নের জবলার পাড় গ্রামের প্রতিমা শিল্পী বিলাশ কুমার সিংহ জানান,আসন্ন সরস্বতী পূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্দির-আশ্রম ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিমা তৈরির কাজ চলছে। শীতকে উপেক্ষা করে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তারা। কাজের চাপে দম ফেলার ফুসরত নেই তাদের। অন্যদিকে প্রতিমা শিল্পী বিলাশ কুমার সিংহর মেয়ে অনুরাধা সিংহা জানান,বাবাকে প্রতিমা তৈরীর কাজে সাহায্য করছি। এটা আমাদের ঐতিহ্য।

প্রতিমা শিল্পীরা জানান, সরস্বতী দেবীর প্রতিটি প্রতিমা এক হাজার টাকা থেকে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সরস্বতী দেবীর প্রতিমা বেশি দামে বিক্রির অভিযোগের বিষয়ে জানতে চাইলে, প্রতিমা শিল্পীদের দাবী মূর্তি তৈরি উপকরণ বাঁশ-কাঠ, ছন ও রং এর দাম বেড়ে যাওয়ায় খরচ গত বছরের চেয়ে একটু বেড়েছে।

প্রতিমা ক্রেতা স্বপন কর্মকার বলেন, আগে প্রতিটা জিনিসের দাম কম ছিল, এখন দাম বাড়ছেই শুধু। তাই একটু বেশি দামে এবার কিনতে হচ্ছে।

তারাপাশা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি পাল বলেন, সনাতন ধর্মের শিক্ষার্থীরা দেবীর আশীর্বাদ লাভের আশায় প্রতিবছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজা করেন। 

কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রণীত রঞ্জন দেবনাথ বলেন, উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও বাসা-বাড়িতে সরসতী পূজা উদযাপিত হবে। আশা করছি শান্তিপূর্ণভাবে জাঁকজমক পরিবেশে পূজা সম্পন্ন হবে। স্থানীয় প্রশাসন পূজার নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

আরবি/জেডআর

Link copied!