ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫

রায়গঞ্জে আন্দোলনে নিহত লেবু’র মরদেহ উত্তোলন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৯:২১ পিএম

রায়গঞ্জে আন্দোলনে নিহত লেবু’র মরদেহ উত্তোলন

ছবি: রূপালী বাংলাদেশ

ঢাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত লিবু শেখের মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে কবর থেকে মরদেহ তোলা হয়েছে।

রোববার বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই কেন্দ্রীয় কবর স্থান থেকে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বীর নেতৃত্বে ও নিহতদের স্বজনদের উপস্থিতে লাশ তোলা হয়।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সকালে সাভারের আশুলিয়া এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রিকশা চালক লেবু শেখ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পারিবারিক ভাবে নিজ এলাকার কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় বাদী হয়ে নিহতের স্ত্রী আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, ছাত্র-জনতার আন্দোলনে আশুলিয়ায় গুলিতে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে সুরতহালসহ ময়নাতদন্ত ছাড়াই বেশ কয়েকজনের লাশ দাফন করা হয়েছে। এদের মধ্যে অনেকের স্বজনরা থানায় ও আদালতে হত্যা মামলা করেছেন।

ফলে ওই সব মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ও নিহতের পরিচয় শনাক্তে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশগুলো কবর থেকে তোলা হচ্ছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ।


 

আরবি/জেডআর

Link copied!