ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫

সাতক্ষীরা জেলা বিএনপির সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৯:২৪ পিএম

সাতক্ষীরা জেলা বিএনপির সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত

প্রতীকি ছবি

সাতক্ষীরা জেলা বিএনপির সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটি।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতাদের সাথে জেলার শীর্ষ নেতাদের বৈঠকে এসিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন নিয়ে ৪টি উপজেলায় ব্যাপক সংঘর্ষের ঘটনায় সাংগঠনিক টিম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এসিদ্ধান্ত দিয়েছে বলে জানা গেছে।

সাংগঠনিক টিমের সিদ্ধান্ত অনুযায়ী,পরবর্তী নির্দেশ না দেওয়া পরযন্ত জেলা বিএনপির অধীনে সকল ওয়ার্ড, ইউনিয়ন, পৌর ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন বা ফরম বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিব বলেন, সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিম জেলার শীর্ষ নেতাদের সাথে ঢাকায় বসেছিলেন। কমিটি গঠনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত এসেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক ডাকসু ভিপি আমানউল্লাহ আমান,খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলী প্রমুখ।

সাতক্ষীরা জেলা বিএনপি সূত্রে জানা গেছে,ওয়ার্ড, ইউনিয়ন,পৌরসভা ও উপজেলা বিএনপির সম্মেলন শেষ করে আগামী ২৩ ফেব্রুয়ারি জেলা বিএনপির সম্মেলন হওয়ার কথা ছিল।

আরবি/এসবি

Link copied!