পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়া কার্যালয় লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। রবিবার দুপুর ২টার দিকে সীমানা প্রাচীরের বাইরে থেকে এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কি কারণে এ গুলির ঘটনা তা এখনো জানাতে পারেনি পুলিশ।
পানি উন্নয়ন বোর্ড কার্যালয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড অফিস চত্বরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কর্মী সম্মেলন চলছিল। দুপুর ২টার দিকে দুর্বৃত্তরা সীমানা প্রাচীরের বাইরে থেকে কার্যালয়কে লক্ষ্য করে দুইটি গুলি করে। সীমানা প্রাচীরের পেছনে গড়াই নদীর দিক থেকে দুর্বৃত্তরা এ গুলি করে পালিয়ে যায়। এতে আমরা আতঙ্কিত। এমন একটি সরকারি কার্যালয় লক্ষ্য করে যারা গুলি করেছে তাদের পুলিশ-প্রশাসন খুঁজে বের করে আইনের আওতায় আনবে বলে দাবি জানাচ্ছি।
পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, কে বা কারা এঘটনা ঘটিয়েছে এটি ধারণা করতে পারছি না। পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। ঘটনা তদন্ত করতে পুলিশকে আমরাও সহযোগিতা করছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে জোর দাবি জানাচ্ছি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব জানান, দুপুরের দিকে গুলির ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই নিয়ে পুলিশের কয়েকটি টিম পুরো ঘটনা খতিয়ে দেখছে। এঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :