বরগুনায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের ফেসবুকের কর্মসূচি হিসেবে বিতরণ করা হচ্ছে লিফলেট। জেলার সবকটি উপজেলায় একযোগে এই বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। আগামী ৬ ফেব্রুয়ারী পর্যন্ত লিফলেট বিতরণ করবে বলে বিতরণকারীদের একটি সূত্র থেকে জানা গেছে।
লিফলেট বিতরণকারী সূত্রটি জানায়, আজ রোববার জেলার সদর উপজেলার হাজারবিঘা, বুড়িরচর ইউনিয়ন সহ বেতাগী, তালতলী, আমতলীতে কেন্দ্র থেকে পাঠানো লিফলেট বিতরণ করা হচ্ছে। জেলার সকল হাট বাজারে এই লিফলেট পৌঁছনে হবে। ছাত্রলীগ ও আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এই লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করছে বলে সূত্রটি জানায়।
গণ আন্দোলেনর মুখে পালিয়ে যাওয়া পতিত শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে উল্লেখ করা হয়েছে গত ৫ আগস্ট স্বাধীনতাবিরোধী-বাংলাদেশ বিরোধীরা দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধমে বাংলাদেশের নির্বাচিত সরকারকে জোরপূর্বক অপসারণ করেছে। তাদের দল ও সরকারের বিরুদ্ধে গুজব প্রচারের মাধ্যমে দেশের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের বিভ্রান্ত করে দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে লিফলেটটিতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হালিম জানান, লিফলেট বিতরণ এগুলো ছবি শেষন বলা চলে। জেলার প্রত্যন্ত কোন একটা জায়গায় বসে ছবি তুলে ফেসবুকে পোস্ট দেয়ার মধ্যে সীমাবদ্ধ। তিনি আরো বলেন, জেলায় সর্বত্র গোয়েন্দা নজরদারি ও পুলিশি টহল বৃদ্ধি করা হচ্ছে। দেশ অস্থিতিশীলকারীদের কোন রকম ছাড় দেয়া হবেনা।
আপনার মতামত লিখুন :