ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

কুতুবদিয়ায় কৃষি জমি কাটায় একজনকে ১০ দিনের কারাদণ্ড

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ১১:৫৯ পিএম

কুতুবদিয়ায় কৃষি জমি কাটায় একজনকে ১০ দিনের কারাদণ্ড

ছবি: রূপালী বাংলাদেশ

কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মগলাল পাড়ায় কৃষি জমির উপরিভাগ কর্তন ও পুকুর ভরাটের অভিযোগে অভিযান চালিয়ে একজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩০ মিনিটে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের চৌকস টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানে কৃষি জমি কর্তন ও পুকুর ভরাটের অপরাধ স্বীকার করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধিত) আইন, ২০২৩ এর ৭(ক) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারার অধীনে জয়নাল উদ্দিন (৩২), পিতা: শামসুল হুদা-কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, কৃষি জমি সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইনের ব্যত্যয় ঘটালে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরবি/জেডআর

Link copied!