ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

বাণিজ্য মেলায় গেল ৯ বন্ধু, ফিরলো তিনজনের লাশ

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০২:১৪ এএম

বাণিজ্য মেলায় গেল ৯ বন্ধু, ফিরলো তিনজনের লাশ

ছবি: রূপালী বাংলাদেশ

নওগাঁর বাণিজ্য মেলা থেকে বগুড়া ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনটি মোটরসাইকেলে ৯ জন বন্ধু একসঙ্গে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। চলন্ত ট্রাকের সঙ্গে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কার পর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় তিন বন্ধু। 

রোববার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার বাঁশহাটি মৎস্য আড়তের সামনে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ওভারটেক করার সময় মোট‌রসাইকেলের নিয়ন্ত্রণ  হারালে চলন্ত ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে বলে জানিয়েছে পুলিশ। 

নিহতরা-বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোনকাই গ্রামের আব্দুর রহমানের ছেলে আল হোসাইন (১৯), একই এলাকার মাস্টারপাড়ার জিয়াউর রহমানের ছেলে শাহ নেওয়াজ (২০) এবং মঞ্জুর আলীর ছেলে মিথুন প্রামাণিক (১৯)। তারা দুপচাঁচিয়া বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থী। ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। 

নিহত শিক্ষার্থী আল হোসাইনের জমজ ভাই আল হাসান জানায়, বিকেলে তিনটি মোটরসাইকেলে দুই ভাইসহ ৯ বন্ধু একসঙ্গে নওগাঁ বাণিজ্য মেলা ঘুরতে বের হয়। রাতে মেলা থেকে বাড়ি ফেরার পথে সান্তাহার পৌর শহরের বাঁশহাটি এলাকায় ট্রাকের সঙ্গে তাদের একটি মোটরসাইকেলের ধাক্কা লেগে। 

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। সান্তাহারের পোঁওতা রেলগেট থেকে পেছন ফিরে সড়কে তিনজনের নিথর দেহ পড়ে থাকতে দেখে সবাই সেখানে ছুটে যায়। 

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-সহকা‌রি পরিদর্শক আজিমুল হক জানান, তারা এক মোটরসাইকেলে তিনজন আসার সময় ঢাকাগামী কোচকে ওভারটেক করে সামনে যাচ্ছিলো। বেপরোয়া গতির মোট‌রসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। 

আরবি/জেডআর

Link copied!