সাতক্ষীরা জেলা বিএনপির পুরাতন আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা করেছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। নতুন কমিটিতে রহমতউল্লাহ পলাশকে আহ্বায়ক এবং আবু জাহিদ ডাবলুকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে আরও চারজন যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। তারা হলেন-আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতী, ড. মনিরুজ্জামান, মো. আখতারুল ইসলাম।
এর আগে, রোববার সকালে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক টিম সাতক্ষীরা জেলা বিএনপির সকল সম্মেলন ও কমিটি গঠন স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল। তবে রাতেই কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
দলের নেতাকর্মীদের আশা, নতুন এই কমিটি সাতক্ষীরায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।
আপনার মতামত লিখুন :