ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

হিন্দু পরিবারকে ঘর উপহার দিলেন জামায়াতের আমির

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০২:১৬ পিএম

হিন্দু পরিবারকে ঘর উপহার দিলেন জামায়াতের আমির

ছবি: রূপালী বাংলাদেশ

হিন্দু পরিবারকে বসতঘর উপহার দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে তিনি ফেনীর সীমান্তবর্তী পরশুরাম উপজেলার বল্লারমুখা বাঁধ পরিদর্শনে যাওয়ার পথে ফিতা কেটে ঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা মামুনুর রশিদ বলেন, ভয়ংকর বন্যায় ফেনীর শত শত মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে যায়। আমরা ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুলতানপুরে হতদরিদ্র ও নিঃস্ব মিতুল চন্দ্র দাস, মনোয়ারা বেগম ও মোহাম্মদ মানিককে ঘর নির্মাণ করে দিচ্ছি। জামায়াতের কেন্দ্রীয় আমীর মিতুল চন্দ্র দাসের ঘরটি আজ অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন।

ফেনী জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক আনম আবদুর রহিম জানান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের আগমনে ফেনীতে ব্যাপক কর্মসূচি রয়েছে। ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড সুলতানপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর উদ্বোধন করার পর ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের জুলাই বিপ্লবে নিহত শহীদ শ্রাবনের কবর জিয়ারত করবেন তিনি।

শেষে পরশুরামের নিজকালিকাপুর গ্রামে বল্লারমুখ বাঁধ পরিদর্শনে যাবেন। ফেরার পথে চিথলিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর উদ্বোধন করে পরশুরাম বাজারে পথসভায় বক্তব্য রাখবেন। তারপর শহরে এসে কুমিল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন গ্র্যান্ড সুলতানা কনভেনশন হলে জুলাই বিপ্লবে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর বিকেল ৪টায় নোয়াখালী যাওয়ার পথে দাগনভূঞাতে পথসভায় বক্তব্য রাখার কথা রয়েছে।

তার সফর সঙ্গী হিসেবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, কুমিল্লা মহানগরীর আমির কাজী দীন মোহাম্মদ ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা আমির মুফতি আবদুল হান্নান, সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম ও প্রচার সম্পাদক আনম আবদুর রহিমসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন।

আরবি/জেডআর

Link copied!