ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৪:০৭ পিএম
ফাইল ছবি

ভারতে অনুপ্রবেশকালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর বিওপির সীমান্ত থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।

আটককৃতরা হলেন- উপজেলার রাধানগর ইউনিয়নের মহবুল ইসলামের ছেলে মো. মুকুল, মোশারফের ছেলে আলিস, ইশাহাকের ছেলে দুরুল হুদা ও মো. মতির ছেলে বাবু।

[27799]

বিএসএফের হাতে আটক মুকুলের শ্বশুর জানান, মুকুলের বাড়ির পাশেই সীমান্ত। গত রাত ৯টার দিকে সেখানে গিয়েছিল মুকুলসহ চারজন। পরে ভারতীয় নাগরিকরা তাদের ধরে বিএসএফের হাতে তুলে দেন। ভারতীয় কয়েকজন আমাদের মুঠোফোনে জানিয়েছেন। এ জন্য আমরা স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবির কাছে যাচ্ছি।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিউর রহমান বলেন, রাতে ভারতে প্রবেশের সময় চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। তারা আমার ইউনিয়নের বাসিন্দা। তাদের পরিবারের লোকজন আমার কাছে এসেছে। আমরা বিজিবির সঙ্গে যোগাযোগ করছি।