ঠাকুরগাঁওয়ে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সোমবার সকাল থেকে জেলার প্রতিটি মন্ডপে বিভিন্ন পূজা অর্চনার মধ্য দিয়ে এ উৎসবটি পালন করা হয়।
এবার জেলার বিভিন্ন মন্দিরে, শিক্ষাপ্রতিষ্ঠান ও হিন্দু সম্প্রদায়ের বাসা বাড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিবারের ন্যায় এবারও সরস্বতী পূজা উদযাপন করা হচ্ছে।
বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতী, শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই দিনে পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। এরপর ফুল আর বেলপাতার সাথে মন্ত্র উচ্চারণ করে দেয়া হয় অঞ্জলি। এ সময় ভক্তরা বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। মায়ের কাছে বিদ্যা ও জ্ঞান লাভের আশায় প্রার্থনা করেন শিক্ষার্থীরা এবং ভক্তরা।
[32867]
পূজায় নানা রকমের ফল, মিষ্টি, নৈবেদ্য সাজিয়ে দেবীকে অর্পণ করা হয়। পরে পূজা শেষ হলে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। উলুধ্বনি ও ঢাকের বাজনায় মুখরিত হয়ে ওঠে প্রতিটি পূজা মন্ডপ। এবার ধর্মীয় তিথি অনুযায়ী সরস্বতী পূজা দুই দিন অনুষ্ঠিত হচ্ছে।
নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও পৌর শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের পেছনে টাঙ্গন নদীর দুর্গার ঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা।