বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে সম্মাননা ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়েছে। রাজশাহী জজশীপ পরিদর্শনে আসলে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে রোববার জেলা জজের চেম্বারে বিচারপতি মহোদয়কে সম্মাননা ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা প্রদান করেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা জজ গোলক চন্দ্র বিশ্বাস, মহানগর দায়রা জজ আল আসাদ মোঃ আশিফুজ্জামান ও রাজশাহীর বিভিন্ন পর্যায়ের বিচারক মন্ডলী। প্রধান বিচারপতির সফর সঙ্গী হিসেবে ছিলেন সুপ্রীম কোর্টের আপীল বিভাগের রেজিস্ট্রার মুহাঃ হাসানুজ্জামান, বিচারপতির একান্ত সচিব শরিফুল আলম ভূঁঞা, স্পেশাল অফিসার মোঃ মোয়াজ্জেম হোসাইন এবং সুপ্রীম কোর্ট বিভাগের বেঞ্চ অফিসার মোঃ শহিদুল ইসলাম। পরবর্তীতে বিচারপতি বিভিন্ন কোর্ট পরিদর্শন করেন।
এর আগে প্রধান বিচারপতি গ্র্যান্ড রিভারভিউ হোটেলে রাজশাহীতে ইউএনডিপি কর্তৃক আয়োজিত ‘বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে বক্তব্য প্রদান করেন।
আপনার মতামত লিখুন :