ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

কয়রায় উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপন

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৫:৪৮ পিএম

কয়রায় উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপন

ছবি: রূপালী বাংলাদেশ

খুলনার উপকূলীয় অঞ্চল কয়রায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।

গতকাল রোববার বেলা ১২টা থেকে সোমবার সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত পূজা অনুষ্ঠিত হয়। ভক্তরা কেউ নিজ নিজ বাসায়, আবার কেউ স্কুল, কলেজ ও বিভিন্ন মন্দিরে সম্মিলিতভাবে দেবীর আরাধনা করেন। ঢাক-ঢোল, কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপগুলো।

বিদ্যার দেবী সরস্বতীর পূজা শিক্ষার্থীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তাই জ্ঞান অর্জনের আশায় শিক্ষার্থীরা এদিন উপবাস থেকে দেবীর চরণে অঞ্জলি প্রদান ও বিশেষ প্রার্থনা করে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের কয়রা উপজেলা শাখার সভাপতি অরবিন্দ কুমার মণ্ডল বলেন, "সরস্বতী পূজা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেবীর কৃপায় সবাই প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠবে, এই আশাই করি।"

পূজাকে কেন্দ্র করে কয়রার বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। শান্তিপূর্ণভাবে ধর্মীয় এ আয়োজন সম্পন্ন হওয়ায় ভক্তরা সন্তোষ প্রকাশ করেন।

আরবি/জেডআর

Link copied!