বৃহত্তর পরিসরে চট্টগ্রামের গ্রাহকদের সবচেয়ে আধুনিক এবং সর্বোত্তম সেবা প্রদানের লক্ষ্যে সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির স্থানান্তরিত কদমতলী শাখা, চুনা ফ্যাক্টরি উপ-শাখা এবং আগ্রাবাদ এটিএম গতকাল উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এসব কার্যক্রমের শুভ উদ্বোধন করেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী, শামসুদ্দিন চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ সহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য অতিথিবর্গ।
[32020]
উদ্বোধন হওয়া স্থানান্তরিত কদমতলী শাখার ঠিকানা নগরীর ডবলমুরিং পাঠানটুলীস্থ রাজা সুপার মার্কেটের দ্বিতীয় তলা, স্থানান্তরিত চুনা ফ্যাক্টরি উপ-শাখা পাহাড়তলী নয়াবাজারস্থ এসকেএফ সেন্টারের দ্বিতীয় তলা ও আগ্রাবাদের এটিএম আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়াস্থ একাত্তর টাওয়ারের দ্বিতীয় তলায় পুরোদমে ব্যাংকিং সেবা চালু হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর বলেন- `টেকসই ব্যাংকিং ও আস্থার্জনের মাধ্যমে এগিয়ে যাচ্ছে প্রিমিয়ার ব্যাংক। আমরা গ্রাহক সেবা ও সন্তুষ্টি অর্জনের জন্য নিত্যনতুন প্রোডাক্ট চালুর মাধ্যমে মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।`