ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

ঠাকুরগাঁওয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নিল জনতা, গাড়ি ভাঙচুর

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৬:১৮ পিএম

ঠাকুরগাঁওয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নিল জনতা, গাড়ি ভাঙচুর

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সিআইডি পুলিশের হাত থেকে এক অপহরণ মামলার আসামিকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় জনতা। এ সময় তারা পুলিশের গাড়ি ভাঙচুরও করে।

হরিপুর থানার ওসি মোহাম্মদ জাকারিয়া মণ্ডল জানান, রোববার বিকেলে ঠাকুরগাঁও সিআইডির ইন্সপেক্টর আব্দুল জলিল ও তার সংঙ্গীয় ফোর্স রানীশংকৈল থানার একটি মানব পাচার মামলার আসামি সুমন (২৪)-কে গ্রেপ্তার করতে হরিপুর উপজেলার বনগাঁও বাজারে অভিযান চালান।

গ্রেফতারের পর আসামিকে গাড়িতে তোলার সময় স্থানীয় শতাধিক গ্রামবাসী পুলিশের ওপর চড়াও হয় এবং সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। হামলাকারীরা সিআইডির গাড়ির গ্লাসও ভাঙচুর করে।

পরে জনতা সিআইডি কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে হরিপুর থানা পুলিশ গিয়ে সিআইডি কর্মকর্তাদের উদ্ধার করে।

হরিপুর থানার ওসি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি এবং ছিনতাইকৃত আসামিকে পুনরায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আরবি/জেডআর

Link copied!