ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

বড়লেখায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা, জোরপূর্বক দখল করে চলছে ঘরের কাজ

আফজাল হোসেন রুমেল, বড়লেখা

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৭:০০ পিএম

বড়লেখায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা, জোরপূর্বক দখল করে চলছে ঘরের কাজ

ছবি: রূপালী বাংলাদেশ

মৌলভীবাজারের বড়লেখায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ভূমি দখল ও ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার মোহাম্মদনগর এলাকায় ক্রয়সূত্রে মালিকানাধীন ০.০৮ একর ভূমি জোরপূর্বক দখল করে বিবাদী তৈয়বুর রহমান গং ঘর নির্মাণ করেন। এ ঘটনায় আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও স্থিতাবস্থার আদেশ লঙ্ঘন করে ঘর সংস্কারকাজ অব্যাহত রেখেছেন তারা।

ভুক্তভোগী মো. আজিজুর রহমানের দাবি, ২০২৩ সালের ৭ জুলাই রাতে তৈয়বুর রহমান গং তার ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল করে স্থাপনা নির্মাণ শুরু করেন। এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিক সালিশ হলেও বিবাদী পক্ষ কোনো সিদ্ধান্ত মানেননি। পরে ২০২৩ সালের ১৭ আগস্ট মৌলভীবাজার যুগ্ম জেলা জজ ২য় আদালতে স্বত্ব মামলা (নং-৬০/২৩) দায়ের করা হয়।

আদালত ২০২৩ সালের ২০ আগস্ট উক্ত ভূমিতে স্থিতাবস্থার আদেশ দেন এবং ২০২৪ সালের ২৫ এপ্রিল বড়লেখা থানার ওসিকে তা কার্যকর করতে নির্দেশ দেন। তবে বারবার আদালতের আদেশ অমান্য করে বিবাদী পক্ষ স্থাপনা নির্মাণ ও সংস্কারকাজ চালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করতে বাদী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ২১ জানুয়ারি আদালত অ্যাডভোকেট নিপা আক্তারকে কমিশনার হিসেবে নিয়োগ দেন। গত ২৬ জানুয়ারি সরেজমিন পরিদর্শনকালে আদালতের নিষেধাজ্ঞা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এ সময় অ্যাডভোকেট মাজহারুল ইসলাম ছাড়াও বাদী পক্ষের অ্যাডভোকেট বিকাশ চন্দ্র দে, বিবাদী পক্ষের অ্যাডভোকেট মাহবুবুল আলম রুহেল উপস্থিত ছিলেন।
 

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিকাশ চন্দ্র দে জানান, বিবাদীরা জমির পক্ষে কোনো বৈধ দলিল দেখাতে পারেননি। বরং আদালতের আদেশ অমান্য করে দখল বজায় রেখেছেন এবং নতুন করে ঘরের রক্ষণাবেক্ষণ ও নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।

বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।

আরবি/জেডআর

Link copied!