ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফটিকছড়িতে ডাকাতি, যুবককে কুপিয়ে জখম

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৭:২৫ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের উত্তর হাজিরখীল এলাকায় এক বাড়িতে রোববার (২৮ জানুয়ারি) রাতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটে। ১৫-১৮ জনের ডাকাতদল দরজা ভেঙে ঢুকে লুটপাট চালায় এবং বাধা দেওয়ায় মোহাম্মদ মহিউদ্দিন (৩২) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করে।

ডাকাতরা ৫ ভরি স্বর্ণালংকার, ৫টি মোবাইল ফোন ও ১ লাখ টাকা লুট করে নেয়। মহিউদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুজপুর থানার ওসি জানান, তদন্ত চলছে এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা দ্রুত ডাকাতদের গ্রেফতার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।