ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

ফটিকছড়িতে ডাকাতি, যুবককে কুপিয়ে জখম

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৭:২৫ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের উত্তর হাজিরখীল এলাকায় এক বাড়িতে রোববার (২৮ জানুয়ারি) রাতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটে। ১৫-১৮ জনের ডাকাতদল দরজা ভেঙে ঢুকে লুটপাট চালায় এবং বাধা দেওয়ায় মোহাম্মদ মহিউদ্দিন (৩২) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করে।

ডাকাতরা ৫ ভরি স্বর্ণালংকার, ৫টি মোবাইল ফোন ও ১ লাখ টাকা লুট করে নেয়। মহিউদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[32895]

ভুজপুর থানার ওসি জানান, তদন্ত চলছে এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা দ্রুত ডাকাতদের গ্রেফতার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।