ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া ঠাকুরগাঁওয়ের মাসুমা ও শ্রাবণীর পাশে র‌্যাব

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৭:৩১ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের দুই মেধাবী শিক্ষার্থী মাসুমা আক্তার হীরা ও শ্রাবণী রানী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তবে অর্থনৈতিক সংকটের কারণে তাদের ভর্তি অনিশ্চিত ছিল। তাদের পাশে দাঁড়িয়েছে র‌্যাব অধিনায়ক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী, যিনি ভর্তির খরচ ও স্বচ্ছলতার জন্য একটি গাভী ও বাছুর উপহার দিয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) দিনাজপুর সিপিসি ১-এর কমান্ডার মহিদুল ইসলাম তাদের বাড়িতে গিয়ে সহায়তা প্রদান করেন। মাসুমা যশোর মেডিকেলে এবং শ্রাবণী রংপুর মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।

[32897]

মাসুমা পাঁচ বছর বয়সে বাবাকে হারান, তার মা টিউশনি করে সন্তানদের বড় করেছেন। শ্রাবণীর বাবা একজন শ্যালোমেশিন মিস্ত্রি। সহায়তা পেয়ে দুই শিক্ষার্থী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সকলের দোয়া চেয়েছেন।