যশোরের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ২৩ লাখ টাকা মূল্যের ফেন্সিডিল, বিয়ার ও অন্যান্য ভারতীয় পণ্য আটক করেছে ৪৯ বিজিবি। তবে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
রবিবার (২ ফেব্রুয়ারি) বিকাল থেকে রাত পর্যন্ত বর্নি, ধান্যখোলা, কাশিপুর, আমড়াখালী ও বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ফেন্সিডিল, বিয়ার, কম্বল, শাড়ি, থ্রি-পিস, চকলেট, ফুচকা, কিসমিস, তৈরী পোশাক ও কসমেটিকস সামগ্রী জব্দ করে।
বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আটককৃত মাদকদ্রব্য থানায় ও অন্যান্য পণ্য বেনাপোল কাস্টমসে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :