চাঁদপুরে ৩ ফেব্রুয়ারি সরস্বতী পূজা অত্যন্ত ধুমধামের সাথে অনুষ্ঠিত হয়েছে। এই দিনটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিদ্যা ও কলার দেবী সরস্বতীর আরাধনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। শ্বেতশুভ্র কল্যাণময়ী দেবী সরস্বতীর পূজা বিভিন্ন পূজামণ্ডপে ঢাক-ঢোল, শঙ্খ, উলুধ্বনি, এবং শোভাযাত্রায় পরিপূর্ণ ছিল। ধর্মীয় আচার অনুসারে, শাস্ত্রের বিধান মেনে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়।
পূজায় দেবীর বেদ এবং বীণার সাথে আরাধনা করা হয়, যা তাকে বীণাপাণি বা `বীণাবাদিনী` হিসেবে পরিচিত করে তোলে। সরস্বতী দেবী তার আশীর্বাদ দিয়ে মানুষের জ্ঞান ও বুদ্ধির বিকাশে সহায়তা করেন।
[32877]
চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এবং পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ স্থানীয় নেতৃবৃন্দ সরস্বতী পূজা উপলক্ষে সকল হিন্দু ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়েছেন।