চাঁদপুর শহরের পুরান বাজার যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ।
এই বিষয়ে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ জানুয়ারি শহরের পুরান বাজার এলাকায় ব্যাপক সংঘর্ষ লুটপাট এবং হতাহতের ঘটনা ঘটে। তার প্রেক্ষিতে ওই এলাকায় সেনাবাহিনী একাধিকবার অভিযান পরিচালনা করে। সর্বশেষ গত ২৫ জানুয়ারি লেফটেন্যান্ট জাবিদ হাসানের নেতৃত্বে অভিযানে ১১টি দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেফতার করা হয়।
এরপর রোববার (২ ফেব্রুয়ারি) দিনগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর ক্যাম্প থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে লেফটেন্যান্ট জাবিদ হাসানের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ বলেন, রাত সাড়ে ১২টার দিকে পুরান বাজার শ্রীরামদি এলাকায় তল্লাশীর এক পর্যায়ে তিনটি বাসা এবং একটি খাল থেকে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই এলাকার আইন-শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :