ঢাকা মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫

বরগুনায় চিকিৎসক সংকট: ১৪৭ পদের বিপরীতে ১৪

তাপস মাহমুদ, বরগুনা

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৯:৫৫ পিএম

বরগুনায় চিকিৎসক সংকট: ১৪৭ পদের বিপরীতে ১৪

ছবি: সংগৃহীত

বরগুনা জেলার স্বাস্থ্য ব্যবস্থায় ক্রমাগত দুরবস্থা বিরাজ করছে। স্থানীয় হাসপাতালে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে। ১৪৭ জন চিকিৎসকের পদ থাকার পরও মাত্র ১৪ জন চিকিৎসক কর্মরত রয়েছেন। এর মধ্যে ১৪ জন চিকিৎসক অনুমোদিত ছুটিতে রয়েছেন, ফলে বাস্তবে কর্মরত আছেন কেবলমাত্র ১৪ জন চিকিৎসক। ছুটিতে থাকা চিকিৎসকদের মাঝে অধিকাংশই দীর্ঘদিন ধরে অনুপস্থিত।

এছাড়া, ১৮ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তর থেকে বরগুনা জেলায় ১৩ জন চিকিৎসক পদায়ন করা হলেও তাদের মধ্যে মাত্র ৪ জন যোগদান করেছেন। বাকী ৯ জন চিকিৎসক যোগদান না করার কারণে চিকিৎসা সেবা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অবস্থাদৃষ্টে বোঝা যায় যে, প্রশাসনিক ও স্বাস্থ্য ব্যবস্থাপনায় যথাযথ মনোযোগের অভাব রয়েছে।

বরগুনার পাথরঘাটা, বামনা, বেতাগী, আমতলী এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসক সংকট বিশেষভাবে প্রকট। একাধিক স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে ২৫-৫০ শয্যার হাসপাতালগুলোতেও প্রয়োজনীয় চিকিৎসক পাওয়া যাচ্ছে না, যার ফলে সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এ বিষয়ে বরগুনা সিভিল সার্জন ডা. অরুনাভ চৌধুরী জানান, “চিকিৎসক সংকট মোকাবেলায় পদায়ন করা হলেও অনেকেই যোগদান করছেন না। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়ে দিয়েছি, তবে এখনও কোন সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি।”

বরগুনা সচেতন নাগরিক কমিটির সভাপতি মনির হোসেন কামাল জানিয়েছেন, "চিকিৎসকদের জবাবদিহিতা নিশ্চিত না হলে এই পরিস্থিতি অব্যাহত থাকবে।" তারা দাবি করেছেন, স্বাস্থ্য বিভাগের সঠিক ব্যবস্থাপনা এবং কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ প্রয়োজন।

এদিকে, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সোহেল হাফিজ উল্লেখ করেছেন, "চিকিৎসকদের ইচ্ছেমতো পদায়ন এবং বদলীর ফলে এই সংকট আরও ঘনীভূত হয়েছে। যদি সঠিক নিয়ম মেনে চিকিৎসকদের দায়িত্ব পালন নিশ্চিত করা না হয়, তবে পরিস্থিতি আরও খারাপ হবে।"

এ পরিস্থিতিতে জনসাধারণের মাঝে হতাশা ও ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে, এবং তারা দ্রুত সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

আরবি/জেডআর

Link copied!