ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আনামত মিয়া (৬৫) ও আজাদ আলী (৫০) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে আরও পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিশুতারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আনামত মিয়া ওই এলাকার মিছির আলীর ছেলে এবং আজাদ আলী একই এলাকার ওমর আলীর ছেলে।
সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশুতারা গ্রামের আজাদ আলী ও ইনসান মিয়া চাচা-ভাতিজা। তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার ভোরে ইনসানের লোকজন আজাদ আলীর ওপর হামলা চালায়। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সকালে এই খবর পেয়ে আজাদ আলীর লোকজন ইনসান মিয়ার বাড়িতে হামলা করে।
তিনি আরও বলেন, এরপর দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষে গুরুতর আহত হন আনামত মিয়া। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আজাদ আলী এবং আনামত মিয়া মারা যান। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :