ময়মনসিংহ নগরীর কলেজ রোড এলাকার একটি ছাত্রাবাস থেকে সাব্বির ইসলাম (২০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
নেত্রকোণার মদন উপজেলার ফতেহপুর গ্রামের কৃষক রফিক মিয়ার ছেলে সাব্বির ইসলাম ঢাকার সরকারি বাংলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। মাসখানেক আগে ময়মনসিংহে এসে কলেজ রোড এলাকার এক ছাত্রাবাসে বন্ধুর সঙ্গে থাকতেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে বিকেল ৩টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন সাব্বির। ১ মিনিট ২৯ সেকেন্ডের ভিডিওতে তাকে কান্নারত অবস্থায় দেখা যায়।
ভিডিওর শিরোনামে তিনি লেখেন-"আমার মৃত্যুতে কাউকে দায়ী করতে যাবেন না, শুধু জেরিনের বড় ভাই শামীম ছাড়া। আমার এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায়ী শামীম। আমার জেরিনকে ব্ল্যাকমেইল করে আমার থেকে দূরে সরিয়েছে। আমি চাই আমার লক্ষ্মীটা সব সময় ভালো থাকুক। আম্মু-আব্বু, আমাকে ক্ষমা করে দিও, তোমাদের কথা রাখতে পারলাম না।"
সাব্বিরের সহপাঠীরা জানিয়েছেন, তিনি জামালপুরের আশেক মাহমুদ কলেজের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। তবে প্রেমিকার বড় ভাই শামীম সম্পর্কটি মেনে নিতে পারেননি, যার ফলে সাব্বির হতাশায় ভুগছিলেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আত্মহত্যার পেছনের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
আপনার মতামত লিখুন :