ঢাকা মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫

নারায়ণগঞ্জে আ.লীগের লিফলেট বিতরণকালে আটক ৪

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৪:২২ পিএম
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির লিফলেট বিতরণের অভিযোগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সোনাকান্দা ও রুপালি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-কদমরসুল পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, ২০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামান মিয়া, জামানের সহযোগী সাইফুল ইসলাম ও ফারুক হোসেন।

[32973]

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির সমর্থনে গত কয়েক দিন ধরে বন্দর উপজেলার কলাগাছিয়া ও সোনাকান্দা এলাকায় লিফলেট বিতরণ করছিলেন এই নেতারা।

সোমবার রাতে অটোরিকশা গ্যারেজে লিফলেট বিতরণের সময় তাদের একটি ভিডিও আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করা হয়। এরপর বন্দর থানা-পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে।

[32959]

বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় সন্দেহভাজন হিসেবে জামান মিয়াসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।