খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শুরু হয়েছে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক আয়োজিত এই মেলা মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মাটিরাঙ্গা শহীদ মিনার প্রাঙ্গণে উদ্বোধন হয়।
উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম। তিনি জানান, এই মেলার মাধ্যমে নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রয়ের সুযোগ সৃষ্টি হবে, যা তাদের অর্থনৈতিকভাবে স্বাধীনতা অর্জনে সহায়তা করবে।
মেলায় ৩৫টি স্টল রয়েছে, যেখানে নারী উদ্যোক্তারা তাদের হাতে তৈরি হস্তশিল্প, ঐতিহ্যবাহী খাবার, গহনা এবং অন্যান্য পণ্য প্রদর্শন করছেন। মেলা ৪ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, এবং সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকল দর্শনার্থী ও ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফ উদ্দিন, মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা আতাউর রহমান দিপু, জাতীয় মহিলা সংস্থার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল ত্রিপুরা, প্রশিক্ষণ কর্মকর্তা আশা ত্রিপুরাসহ অন্যান্য অতিথিরা।
আপনার মতামত লিখুন :