শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৪:৫৮ পিএম

‘চট্রল সুরাঙন‍‍`র অভিষেক অনুষ্ঠানে সাংস্কৃতি প্রেমীদের মিলন মেলা

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৪:৫৮ পিএম

‘চট্রল সুরাঙন‍‍`র অভিষেক অনুষ্ঠানে সাংস্কৃতি প্রেমীদের মিলন মেলা

ছবি: রূপালী বাংলাদেশ

‍‍`হৃদয়ের কথা বলিতে ব্যকুল‍‍` এই স্লোগানে জ্ঞানী ও গুণী শিল্পীদের মিলনমেলা বসে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‍‍`চট্রল সুরাঙন‍‍` এর অভিষেককে ঘিরেই এমন পদচারণা।

সম্প্রতি অনুষ্ঠিত এই মনোমুগ্ধকর আয়োজনের সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শিল্পী মুক্তা সরকার ও স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মোহাম্মদ আসিফ।

এতে উদ্বোধক হিসেবে অনুষ্ঠানের সূচনা করেন বংশীবাদক, একুশে পদকপ্রাপ্ত গুণীজন ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম।

প্রধান অতিথির আসনে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেন ককসবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভিসি প্রফেসর ড.আবুল কাশেম ।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন লায়ন মুজিবুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব সাব্বির ইকবাল।

এতে উপদেষ্টা ইঞ্জিনিয়র রবিউল হোসাইন, কন্ঠশিল্পী, গীতিকার  সুরকার, গবেষক ইকবাল হায়দার, শিল্পী রিয়াজ ওয়াইজসহ সবাইকে ক্রেস্ট ও উত্তরীয়  দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব ছিল নাচ-গান আবৃত্তি নাটক সহ আনন্দ উত্তেজনায় ভরপুর। দ্বৈত সংগীত পরিবেশন করেন শিলা চৌধুরী ও শিল্পী দাস, তাপস চৌধুরী ও নন্দিনী রায়, মুক্তা সরকার ও হাসান জাহাঙ্গীর, রিয়াজ ওয়ায়েজ ও হাসনা জান্নাত মিকাত, সেলিম নূর ও হাসনা জান্নাত, ইকবাল পিন্টু ও শিরিন আক্তার, রীতিশা চৌধুরী ও পারমিতা, একক সংগীত পরিবেশন করেন ইকবাল হায়দার সৈয়দ জিয়াউদ্দিন।

মুক্তা সরকারের রচনায় ও কঙ্কন দাসের নির্দেশনায় রসিক বেয়াই নামের চমৎকার একটি নাটক মঞ্চস্থ হয় অভিনয়ে সারমিনা আক্তার লুবনা,নাইমুল ইসলাম,সারদ মাজহার, দিলরুবা খানম ছুটি, পুলক চন্দ, বিপ্লব চক্রবত্তী তুহিন।

হাসান জাহাঙ্গীর রচিত ও দিলরুবা খানম নির্দেশিত শ্রুতি নাটক  হ য ব র ল কথামালা। শ্রুতি নাটকে অংশ নেন সুলতান মাহমুদ, বিপ্লব চক্রবর্তী তুহিন, মাহবুবা সুলতানা, পুলক চন্দ্র, শামীমা আক্তার লুবনা, শারদ মাজার, জাহাঙ্গীর আলম, নাইমুল আলম, দিলরুবা খানম, সায়েম উদ্দিন।

নাটক ও আবৃত্তিতে অংশ নেন চট্রল সুরঙ্গনের সদস্য সর্বশেষে আয়োজন চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী মঞ্চ নিয়ন্ত্রণে ছিলো খাইরুল আনোয়ার, তাপস, লুবনা।

আরবি/জেডআর

Link copied!