নরসিংদীতে বিএসটিআই’র অভিযানে ১ লাখ টাকা জরিমানা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৯:২০ পিএম

নরসিংদীতে বিএসটিআই’র অভিযানে ১ লাখ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

নরসিংদী জেলার সদর উপজেলায় বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের মোবাইল কোর্ট পরিচালিত হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমাউল হোসনা পিংকি-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মহারাণী প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ, সাহেপ্রতাপ, নরসিংদী প্রতিষ্ঠানটিকে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

লাইসেন্স ব্যতীত পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০ টাকা (এক লাখ) জরিমানা করা হয়।

মোবাইল কোর্টে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোহাম্মদ পারভেজ মিয়া প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

বিএসটিআই জানায়, নিম্নমানের পণ্য বাজারজাত প্রতিরোধে প্রশাসনের সহযোগিতায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরবি/জেডআর

Link copied!