গাজীপুরের কালীগঞ্জে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে কালীগঞ্জ উপজেলার আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের নোয়াপাড়া হরিদেবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, পিকআপ ভ্যানটি সিলেট থেকে কাঁচামাল নিয়ে গাজীপুরের দিকে আসছিল। দুর্ঘটনার সময় পিকআপটি রাস্তার পাশের খালে পড়ে যায়। খালের মধ্যে পানি থাকায় গাড়ির গ্লাস খুলতে না পারায় তিনজন ঘটনাস্থলেই মারা যান। তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।