আলু সংরক্ষণের হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রুহিয়া-ঠাকুরগাঁও সড়কে আলু ফেলে দিয়ে বিক্ষোভ করেছে আলু চাষিরা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট বাজারে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষুব্ধ কৃষকরা অভিযোগ করে বলেন,এ বছর ব্যপক পরিমাণে আলু উৎপাদন হয়েছে। বাজারে প্রতি কেজি আলূ ৮/১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ অবস্থায় অনেক কৃষক হিমাগাওে আলূ সংরক্ষনের কথা ভাবছেন। কিন্তু ইতোমধ্যে হিমাগার মালিকরা আলু সংরক্ষনে প্রতি কেজির দাম বৃদ্ধি করে দ্বিগুন করেছে।
অর্থাৎ গত বছর প্রতি কেজির ভাড়া ছিল ৪ টাকা এবার তা বৃদ্ধি কওে নির্ধারণ করা হয়েছে ৮ টাকা।
স্থানীয় বিএনপি ও তাদেও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনে একাত্বতা পোষন করে আলু সংক্ষণের ভাড়া কমানো না হলে হিমাগারে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। পাশাপাশি সড়ক অবরোধ করার হুমকিও দেওয়া হয়।
এ সময় ঠাকুরগাঁও -রুহিয়া সড়কে রাস্তায় আলু ঢেলে দিয়ে শুয়ে করেন কয়েকজন চাষি।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন রুহিয়া থানা কৃষক দলের সভাপতি মো. আইনুল হক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ঢোলারহাট ইউনিয়ন কৃষক দলের সভাপতি রফিকুল ইসলাম এবং ঢোলারহাট ইউনিয়ন বিএনপির সভাপতি ইসারুল ইসলামসহ প্রায় শতাধিক কৃষক ।
আপনার মতামত লিখুন :