প্রেমের জের ধরে হামলা, আহত পরীক্ষার্থীর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৩:১৫ পিএম

প্রেমের জের ধরে হামলা, আহত পরীক্ষার্থীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেম সংক্রান্ত ঘটনার জের ধরে মেয়ে পক্ষের স্বজনদের হামলায় আতিক নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। আহত আতিকের মৃত্যুতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর স্থানীয় এলাকাবাসী অভিযুক্তদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।

নিহত আতিক চৌদ্দগ্রাম পৌরসভার সোনাকাটিয়া আর্দশ গ্রামের আবদুল মান্নান মিয়ার ছেলে এবং স্থানীয় চৌদ্দগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র ছিলেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানিয়েছেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হত্যার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতারের জন্য অভিযান চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!