নরসিংদীর মনোহরদী উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের সার্ভিল্যান্সের অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার(৫ ফেব্রুয়ারি) সার্ভিল্যান্সের অভিযানে কুয়াকাটা সুইটমিট এন্ড বেকারি, হাতিরদিয়া দক্ষিন বাজার, মনোহরদী, মা বিরিয়ানী ও রেষ্টুরেন্ট, গরু হাট, মনোহরদী, ভাই ভাই হোটেল এন্ড সুইটমিট, মনোহরদী বাজার, মনোহরদী পৌরসভা এবং সাব্বির মিষ্টান্ন ভান্ডার, শেখের বাজার, কাচিকাটা, মনোহরদী, নরসিংদী প্রতিষ্ঠানকে সুইটমিটস (মিষ্টি) ও ফার্মান্টেড মিল্ক (দই) পণ্যের অনুকূলে এর গুণগতমান সনদ এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণের জন্য অনুরোধ করা হয়।
এছাড়া, ভাই ভাই ফুড প্রোডাক্টস, হাতিরদিয়া বাজার, মনোহরদী, নরসিংদী প্রতিষ্ঠানকে ব্রেড, বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে এর গুণগতমান সনদ এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণের জন্য অনুরোধ করা হয়। শুভেচ্ছা মুড়ির মিল, শেখের বাজার, কচিকাটা, মনোহরদী, নরসিংদী প্রতিষ্ঠানটিকে মুড়ি পণ্যের অনুকূলে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণের জন্য ও ওজনযন্ত্রের ভেরিফিকেশন এর জন্য পরামর্শ দেওয়া হয়।
লোকনাথ অয়েল মিল, মনোহরদী বাজার, মনোহরদী পৌরসভা, নরসিংদী প্রতিষ্ঠানটিকে হলুদের গুড়া, মরিচের গুড়া, ধনিয়ার গুড়া পণ্যের অনুকূলে এর গুণগতমান সনদ এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণের জন্য অনুরোধ করা হয়। মুন ফুড প্রোডাক্টস, মনোহরদী বাজার, মনোহরদী পৌরসভা, নরসিংদী প্রতিষ্ঠানটির উৎপাদিত ও বাজারজাতকৃত মুড়ি পণ্যের নমুনা পরীক্ষণের জন্য সংগ্রহ করা হয় এবং আতব চালের গুড়া, ভাজা গুড়া মাষ ডাল এর পণ্যের অনুকূলে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণের জন্য পরামর্শ দেওয়া হয়।
বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদী হতে ফিল্ড অফিসার (সিএম) এ এফ এম হাসিবুল হাসান এবং পরিদর্শক (মেট্রোলজি) মো. আরিফ হোসেন আসিফ এই অভিযানে অংশগ্রহণ করেন।
নিম্নমানের পণ্যের বাজারজাত এবং ওজন ও পরিমাপে কারচুপি প্রতিরোধকল্পে জনস্বার্থে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদী`র এধরণের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :