হত্যা মামলায় সাতক্ষীরায় সিটি কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৬:৪৬ পিএম

হত্যা মামলায় সাতক্ষীরায় সিটি কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

সাতক্ষীরার আশাশুনির পল্লীতে এক যুবকে হত্যার অভিযোগে সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ ড. শিহাব উদ্দিনকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে তাকে আশাশুনি উপজেলার কাকবসিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত  শিহাব উদ্দিন কাকবসিয়া গ্রামের মৃত নেয়ামুদ্দীন গাজীর ছেলে। তিনি আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য। ৫ আগস্টের পর কলেজ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানা গেছে ।

আশাশুনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোমান হোসেন জানান,  একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার  দেখানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!