গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কলেজছাত্র নিহত হয়েছে। নিহতরা হলো- ওয়ালিদ খান(১৯) ও সিয়াম মোল্লা(১৯)। দুজনই কাশিয়ানীর রামদিয়া সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। তাদের বাড়ি সদর উপজেলার গোপিনাথপুর গ্রামে।
জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে গোপালগঞ্জ শহর থেকে দুই বন্ধু মোটরসাইকেলে করে বাড়িতে যাবার সময় ঢাকা-খুলনা মহাসড়কের গোপিনাথপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে মারাত্মক আহত হয়।
তাদেরকে স্থানীয়রা গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবতাব জিলানী ওয়ালিদ খানকে মৃত ঘোষণা করেন। অপর আহত সিয়াম খান ঢাকায় নেওয়ার পথে মারা যান।